আলু বীজের সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
বগুড়ায় আলু বীজ সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক দল বাসদ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।
বক্তব্য দেন জেলা বাসদের সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা নূরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিয়তি সরকার নিতু প্রমুখ।
নেতারা বলেন, বর্তমানে আলু লাগানোর ভরা মৌসুম চলছে। আর এই ভরা মৌসুমে আলু বীজ সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একদল ব্যবসায়ী। অবিলম্বে এ সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার-কীটনাশকসহ কৃষি উপকরণ রাষ্ট্রীয় উদ্যোগে স্বল্পমূল্যে সরবরাহ করতে হবে। কৃষক যখন আলু বীজ নিয়ে এমন অবস্থায় আছে, সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষ অসহায় দিনাতিপাত করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত