১৫ বছর পর আগুন…

| আপডেট :  ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৫  | প্রকাশিত :  ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৫

১৫ বছর আগে বাংলাদেশ টেলিভিশনে ‘আগুন ঝরা সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। কিন্তু ১৫ বছর আগে টানা তিন বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এর প্রচার বন্ধ হয়ে যায়। এরপর গত ১৫ বছরে এ অনুষ্ঠানটি বিটিভিতে আর দেখা যায়নি। ফের ১৫ বছর পর এই একই অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে আগুন দর্শকের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিজেই। জানালেন এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। দুটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। আগুন বলেন, ‘আমি একটি কথাই স্পষ্ট করে বলতে চাই তা হলো, শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার যে অপসংস্কৃতিটা প্রচলতি আছে, এটা চিরতরে বন্ধ করে দিতে হবে। একজন শিল্পীর তার কাজের ক্ষেত্রে বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। আমরা তা চাই না। তাই প্রত্যেক শিল্পীর কাজ করাটাকে শতভাগ নিশ্চিত করতে হবে। কেউই যেন কোনো কারণে ব্ল্যাকলিস্টেড না হয়। সবাই যেন মন দিয়ে যার যার কাজ করতে পারেন, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ শিল্পীর বিকাশই ঘটে কাজের মাধ্যমে, সংস্কৃতিরও বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। তাই আগামীতে যেন আমার মতো কোনো শিল্পীর কাজ একদিনের জন্যও বন্ধ না হয় আমি তাই চাই। কারণ আমি মনে করি শিল্পীরা একটি পরিবারের। এখানে কোনো বিভাজন হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে আমাকে আবারও ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য।’

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় আগুন প্রথম প্লেব্যাক করেন। প্রথম প্লেব্যাক করেই দারুণ সাড়া ফেলেছিলেন এ শিল্পী। এরপর তিনি একাধারে প্লেব্যাক, একক সংগীত ও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত