ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার
| আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:০৫
| প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ০২:০৫
আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর চাঁদপুর থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পরে ইঞ্জিন কিছুটা সচল হলেও তা হাজীগঞ্জ স্টেশনে গিয়ে আবারও বন্ধ হয়ে যায়। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে আবারও ২ শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। তবে এরইমধ্যে যাত্রীদের বিড়ম্বনা ও দুর্ভোগে পড়তে হয়।
শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। মূল স্টেশন থেকে দেড় কিলোমিটার পথ চলার পর চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন।
বিস্তারিত আসছে…
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত