বগুড়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও ভাঙচুরের মামলায় চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলেপ বাদশা মণ্ডল চিকাশী ইউনিয়নে চিকাশী গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে।

জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগকালে ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন। এ সময় সাবেক এমপি হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। 

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে গত ৮ অক্টোবর থানায় মামলা করেন। ওই মামলায় আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে আসামি করা হয়। মামলায় আওয়ামী লীগ নেতা আলেপ বাদশার নাম এজাহারভুক্ত না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম কালবেলাকে বলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত