তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হলো : প্রিন্স
হাইকোর্ট কর্তৃক সংবিধানে পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো। একই সঙ্গে রাজনৈতিক বিতর্কের অবসান হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ চরম কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করে নিজেদের দানবে পরিণত করেছিল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। আগামী বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় টুর্নামেন্টটি ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগের ৭ জেলা ও মহানগর ইউনিট লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ সারাজীবন রাজনীতিতে থাকতে পঞ্চদশ সংশোধনীসহ সংবিধান কাটাছেঁড়া করে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছিল। আজকের রায়ের মধ্যদিয়ে আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার অপকৌশল জাতির সামনে আবারও উন্মোচিত হলো। একই সাথে জনগণের ভোটাধিকারও প্রতিষ্ঠা হলো।
সভায় তিনি বলেন, তারেক রহমান তারুণ্যের জাগরণ সৃষ্টি করে সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। সামাজিক অবক্ষয়ের কবল থেকে তরুণদের উদ্ধার করতে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক, মানবিক, সামাজিক কর্মকাণ্ডের কর্মসূচি গ্রহণ করে তাদের সম্পৃক্ত করতে তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ,আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সবার আগে বাংলাদেশ কনসার্ট, বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা সেসব উদ্যোগেরই অংশ।
তিনি আরও বলেন, তারেক রহমান গতানুগতিক রাজনীতির ধারা পরিবর্তন করতে চান। ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষাও একই। তাই তিনি রাজনীতি, রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করছেন। নেতাকর্মীদেরও রাজনীতির গতানুগতিক ধারা পরিবর্তন করতে মন-মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তারেক রহমানের মহতী উদ্যোগ সফল করার আহ্বান জানান ।
তিনি ২৫ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সর্বাত্মক সফল করার আহ্বান জানান ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোজনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, কাজী রানা, অ্যাড. এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, লিটন আকন্দ, জেলা ও মহানগর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত