বিদ্যুৎস্পর্শে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
জামালপুরের মেলান্দহে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাহার।
মৃত্যু হওয়া মাদ্রাসা শিক্ষকের নাম মো. ইলিয়াস হোসেন (৫০)। তিনি উপজেলার ১০নং ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী টুপকার এলাকার মৃত মতিন সরকারের ছেলে।
নিহত শিক্ষক ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নের বৈলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মা নামাজ শেষে বাড়ির পাশে বোরো ক্ষেতে পানি দিতে যান মাদ্রাসা শিক্ষক ইলিয়াস হোসেন। এসময় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইলিয়াস হোসেন। তার এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে মেলান্দহ থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত