কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫

শরীয়তপুরের নড়িয়ায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আফজাল নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত ২৫ ফেব্রুয়ারি আসামিকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে বাক প্রতিবন্ধী কিশোরী বিকালে তাদের বসতবাড়ির একটি ভবনের ছাদে খেলা করছিল। তখন প্রতিবেশী যুবক আফজাল ওই ছাদে যায়। সেখানে কিশোরীকে একা পেয়ে ছাদের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। স্বজনরা তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ২৪ ফেব্রুয়ারি রাতে কিশোরীর বাবা নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আফজালকে গ্রেপ্তার করে। 

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক রোকসানা বিনতে আকবর বলেন, মেয়েটির পরিবার বলেছেন, সে ধর্ষণের শিকার হয়েছে। আমরা সে অনুযায়ী চিকিৎসা দিয়েছি। ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই সকল আলামত ও নমুনার ফলাফল আসলে ধর্ষণের বিষয়টা নিশ্চিতভাবে বলা যাবে। 

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন কালবেলাকে বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার পরে তদন্ত কাজ শুরু করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত