ধামরাই উপজেলা ভবনে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে

| আপডেট :  ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮  | প্রকাশিত :  ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। 

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধারের পর থানায় রাখা হয়। পরে মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে পরিবারের লোকজন পরিচয় নিশ্চিত করে। 

দুর্বৃত্তের হাতে খুন হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩৮)। তিনি উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। পেশায় তিনি অটোরিকশা চালক।

এদিকে মরদেহের পরিচয় নিশ্চিতের সময় নিহতের ভাই আব্দুল জব্বার জানান, তার ভাই পেশায় অটোচালক ও শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত