কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম ও মিঠামইনের পৃথম স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তারা হলেন- ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের জতীন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে ইন্দ্রজিৎ দাস মারা যান। এ ছাড়া দুপুরে আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় সে।
অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গেলে বজ্রপাতে মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬৫) মারা যায়। বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ও দুপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুজন মারা গেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত