গোপীবাগে ট্রেন লাইনচ্যুত, মাওয়া ও ভাঙ্গা রুটে যোগাযোগ বন্ধ

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫৫  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ১২:৫৫

রাজধানীর গোপীবাগে নারায়ণগঞ্জগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সুন্দরবন এক্সপ্রেস আটকা পড়েছে। ট্রেনটি উদ্ধার করে লাইন সচল করার চেষ্টা চলছে। 

লাইন ক্লিয়ার হলে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চালানো হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত