রিমান্ড শেষে কারাগারে সালমান-কাফী-জ্যোতি-আরাফাহ

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০২:১১  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০২:১১

দোহার থানার বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) কোর্টের আমলি আদালতে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাদের এ আদেশ দেন।

এ ছাড়া আশুলিয়া থানার হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাচ্ছের খান জ্যোতি ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক আরাফাহ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা যায় -বৈষম্যবিরোরধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ০৪ আগস্ট দোহার থানাধীন করম আলী মোড় সংলগ্ন এলাকায় মো. শাহজাহান মাঝিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় ২৫ আগস্ট ভুক্তভোগী  নিজে বাদী হয়ে দোহার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত