সাভারে ডাকাতির মালামাল উদ্ধার, ৪ জন গ্রেপ্তার 

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০২:০৮  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০২:০৮

সাভারের আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসব মালামাল উদ্ধারকালে ৪ ডাকাতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর বাজার থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির। 

গ্রেপ্তাররা হলেন – মো. রফিক (৪০), ওহাব তালুকদার (৩৯), স্বপন মিয়া (৪০), মো. রুবেল (৩০)।

শাহীনুর কবির বলেন,  বুধবার (১৬ অক্টোবর) রাতে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় সার্জেন্ট (অব.) মো. জহিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির নারী সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক অলক কুমার দে কালবেলাকে বলেন, ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত মামলার তদন্তভার গ্রহণ করেন। পরে আশুলিয়া থানার পরিদর্শকে (ওসি)  নেতৃত্বে তদন্তের একপর্যায়ে ডাকাত সরদার মো. রফিকের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় ৷ 

এ সময় ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে জামাই স্বপন, ওহাব ও রুবেলকে  গ্রেপ্তার করে পুলিশ । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর বাজার থেকে ডাকাত দলের সরদার রফিককে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্যমতে, আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকার ডাকাত রফিকের বাড়িতে অভিযান চালিয়ে লুষ্ঠিত হওয়া স্বর্ণালংকার ১টি নাক ফুল, ৪ জোড়া চূড়, ১ জোড়া চুড়ি, ১ জোড়া কানের দুল, ১টি চেইন, ১টি পাছেন, ৭টি আংটি, ১টি ব্রেসলেট, ও ১টি গলার বল চেইনসহ নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার চার ডাকাতকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত