সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ নিষেধাজ্ঞা স্মরণ করাল ডিএমপি

| আপডেট :  ২৬ মে ২০২৫, ১০:২৬  | প্রকাশিত :  ২৬ মে ২০২৫, ১০:২৬

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের আন্দোলন চলাকালে সেখানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দিল ডিএমপি।

সোমবার (২৬ মে) ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  গত ১০ মে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে।

এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত