বন্যা আতঙ্কে ভয় বাড়াচ্ছে দুর্বল বেড়িবাঁধ
বরগুনার তালতলী উপজেলার উপকূলবর্তী পায়রা ও বুড়িশ্বর নদীর তীরে নতুন করে ভাঙন শুরু হয়েছে। অস্বাভাবিক জোয়ারের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। দুর্বল বেড়িবাঁধগুলো হুমকির মুখে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পায়রা ও বুড়িশ্বর নদীর জোয়ারে তালতলীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার তেতুলবাড়িয়া, জয়ালভাঙ্গা, ছোটবগী ও সোনাকাটা ইউনিয়নের বাসিন্দারা জানান, সামান্য জোয়ারেই বসতঘরে পানি ঢুকে পড়ছে। কোথাও কোথাও বাঁধের মাত্র দুই-তিন ফুট অংশ অবশিষ্ট রয়েছে। দ্রুত মেরামত না হলে পরবর্তী জোয়ারেই ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলের মানুষ নদী ভাঙনের শিকার হন। তারা বলেন, উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তালতলী উপকূল। সেই অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি এখানকার মানুষ। কিন্তু এরপরও দৃশ্যমান কোনো টেকসই ব্যবস্থা নেওয়া হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত