সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘ইনসাফ’

| আপডেট :  ০৪ জুন ২০২৫, ০৫:৫৯  | প্রকাশিত :  ০৪ জুন ২০২৫, ০৫:৫৯

সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে। ঈদুল আজহায় দেশার প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন দর্শক।

এর আগে এই সিনেমার পোস্টার, টিজারে নতুন ধরনের লুকে দেখা দিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তার সঙ্গে আছে মোশাররফ করিমের উপস্থিতি। সিনেমায় ডন ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তার বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘ইনসাফ’-এর গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস প্রযোজনার দায়িত্ব নিয়েছে।

ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত