ঢাবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ 

| আপডেট :  ০৫ জুন ২০২৫, ০৯:২৩  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৫, ০৯:২৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কয়েকটি গাছের চারা রোপণ করেছে ছাত্রদলের নেতারা। 

বৃহস্পতিবার (০৫ জুন) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাঙ্গণে নিম, আম, কাঁঠাল ও বেলি ফুলের গাছ রোপণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।  

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে নিম, আম, কাঁঠাল ও বেলি ফুলের গাছ রোপণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওসমান, অপু, রাব্বি, অয়নসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে, বৃহস্পতিবার (০৫ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ছাত্রদল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত