নির্বাচনের তারিখ ঘোষণায় অস্বস্তি কাটবে : ইসলামী আন্দোলন

| আপডেট :  ০৭ জুন ২০২৫, ০১:১০  | প্রকাশিত :  ০৭ জুন ২০২৫, ০১:১০

আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের যে কোনো দিন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তাতে জনমনে অস্বস্তি কাটবে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার (০৬ জুন) রাতে সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ কালবেলাকে এক প্রতিক্রিয়ায় এই আশাবাদ ব্যক্ত করেন । 

তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে জনগণের মাঝে আগ্রহ এবং অস্বস্তি ও টানাপোড়েন দেখা দিয়েছিলো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরবে এবং যে সন্দেহ সংশয় ছিলো সেটি দূর হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই ইতিবাচক।

এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য উপযোগী কি না? এই প্রশ্নের জবাবে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমরা মনে করি ডিসেম্বরে হলে খুব তাড়াহুড়ো হয়ে যেত। ফলে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার বাধাগ্রস্ত হতে। আবার জুনের পরে গেলেও দীর্ঘসূত্রিতা তৈরি হতো। সুতরাং এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন নির্বাচন হতে পারে। 

তিনি বলেন, আমরা দলীয়ভাবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত