ট্রেনেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের, রেল কর্তৃপক্ষকে দুষলেন সতীর্থরা
ভারতের পাঞ্জাবের হুইলচেয়ার ক্রিকেটার বিক্রম সিং ট্রেনে সফররত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সহযাত্রীরা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও রেলওয়ে কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি, যার ফলেই ঘটেছে এই মর্মান্তিক মৃত্যু।
৩৯ বছর বয়সী বিক্রম পাঞ্জাবের মালেরকোটলার জেলার আহমদগড়ের পাশের গ্রাম পোহিরের বাসিন্দা। লুধিয়ানা থেকে গ্বালিয়র যাওয়ার পথে বুধবার সকালে মথুরা জংশনের কাছে মারা যান তিনি। গ্বালিয়রে ৫ জুন থেকে শুরু হওয়া সপ্তম শ্রিমন্ত মধ্যরাও সিন্ধিয়া স্মৃতি টি-১০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছিলেন বিক্রম।
সতীর্থ সোমজিৎ সিং গৌর জানান, ‘দিল্লি অতিক্রম করার সময় থেকেই বিক্রম মাথাব্যথা এবং অতিরিক্ত ঘাম হওয়ার কথা জানায়। আমরা সঙ্গে সঙ্গে ট্রেনের রেলওয়ে পুলিশ (GRP)-কে বিষয়টি জানাই। তারা জানান, মথুরা স্টেশনে চিকিৎসকের ব্যবস্থা থাকবে। কিন্তু ট্রেন মথুরার আগে প্রায় ৯০ মিনিট অপেক্ষা করে এবং তার মধ্যেই আমরা বিক্রমকে হারিয়ে ফেলি।’
জানা গেছে, বিক্রম দীর্ঘ ৮-৯ বছর ধরে হুইলচেয়ার ক্রিকেট খেলছিলেন এবং নিজের খরচে অনুশীলন চালিয়ে গিয়েছিলেন। গত বছর পাঞ্জাব দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। চলতি আসর নিয়েও ছিলেন দারুণ উৎসাহী।
২০২০ সালে বাংলাদেশ সিরিজে ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলে ডাক পেয়েছিলেন বিক্রম। তবে কোভিড-১৯ মহামারির কারণে সেই সিরিজ বাতিল হয়ে যায়।
ঘটনার পর প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের প্রতি এমন অবহেলা দুঃখজনক ও অমানবিক। রেল কর্তৃপক্ষের এই গাফিলতির বিরুদ্ধে তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সবাই।
বিক্রমের মরদেহ ইতোমধ্যেই মথুরা থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার সতীর্থরাও গ্বালিয়র টুর্নামেন্ট বাতিল করে ফিরে যাচ্ছেন পাঞ্জাবে- হৃদয়ে নিয়ে যাচ্ছেন এক অপূরণীয় শূন্যতা ও গভীর ক্ষোভ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত