নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার, সেই যুবক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত

| আপডেট :  ০৯ জুন ২০২৫, ০৮:৪৭  | প্রকাশিত :  ০৯ জুন ২০২৫, ০৮:৪৭

নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করেছে যৌথবাহিনী। 

সোমবার (৯ জুন) নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (৮ জুন) মধ্যরাত থেকে আজ সোমবার (৯ জুন) ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযুক্ত সোহান মোল্যা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সোহান মোল্যা নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিতেন। 

জানা গেছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে তিনি এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান।

উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়্যারম্যান আমিরুল ইসলাম মনি কালবেলাকে বলেন, সোহানের বাবাকে চিনি, তাকে ভালো চিনি না। শুনেছি সে ছাত্রলীগের সঙ্গে জড়িত। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. কোবাদ বলেন, সে কমিটিতে আছে কি না বলতে পারি না। তবে এলাকায় সে নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিত।

কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত