জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মীর অপারেশন করল জেডআরএফ
ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইনের অপারেশন করা হয়েছে। বুধবার (১৮ জুন) সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশনটি করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে গার্মেন্টস কর্মী মাহমুদ হোসাইন আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রিহ্যাবিলিটেশন কমিটির সঙ্গে যোগাযোগ করেন।
এদিন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সহায়তায় সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশনটি সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. এম আর হাসান।
উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের একদল চৌকস চিকিৎসক গত বছর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশে থেকে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করেছেন। ফাউন্ডেশনের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত