গলে বৃষ্টিতে থমকে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

| আপডেট :  ১৮ জুন ২০২৫, ০২:৫৭  | প্রকাশিত :  ১৮ জুন ২০২৫, ০২:৫৭

গলে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভালোই জমে উঠেছিল খেলা তবে এর মধ্যেই হানা দিল বেরসিক বৃষ্টি। ম্যাচের ১৩০ তম ওভারের দ্বিতীয় বল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আম্পায়াররা খেলা বন্ধ করে কভার ডাকার সিদ্ধান্ত নেন। মাত্র ১৩ মিনিট পরেই শুরু হয়ে যায় বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও বাড়তে পারে।

বৃষ্টির আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে তুলেছে ৪২৩ রান ৪ উইকেটে। ক্রিজে অপরাজিত আছেন দুই অভিজ্ঞ ব্যাটার—মুশফিকুর রহিম ১৫৯ রানে এবং লিটন দাস ৬১ রানে।

এর আগে, গতকাল প্রথম দিনে তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে ২৯২ রানে। আজ শান্ত ও মুশফিকের ২৬৪ রানের দারুণ পার্টনারশিপে ভর করে সফরকারীরা পৌঁছে যায় তিনশ পেরিয়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক ইনিংস খেলে ১৪৮ রানে আউট হন।

মুশফিকুর রহিম অবশ্য দিনের শুরু থেকেই ছিলেন ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত। সাবেক অধিনায়ক তার ১২তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে থেমে থাকেননি, বরং পৌঁছে যান দেড়শ ছাড়িয়ে। এই ইনিংসে তিনি পেরিয়ে গেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে—একজন আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সর্বোচ্চ রানের মালিক হিসেবে।

লিটন দাসও দেখিয়েছেন আগ্রাসী মেজাজ। দ্রুতগতিতে অর্ধশতক তুলে নিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের স্কোরবোর্ড যেন চলমান থাকে।

শ্রীলঙ্কার পক্ষে আজও দেখা গেছে একই হতাশা। দীর্ঘ ১৩০ ওভারের বোলিংয়েও তারা তুলতে পেরেছে মাত্র ৪ উইকেট। থারিন্দু রাথনায়েকে ও আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৩/৪ (১৩০.২ ওভার)
শান্ত ১৪৮, মুশফিক ১৫৯*, লিটন ৬১*
থারিন্দু ২/১৭৯, ফার্নান্দো ২/৭১

বৃষ্টির কারণে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত