বেনাপোল স্থল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৬  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৬

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিদর্শন উপলক্ষে শনি (২৬ অক্টোবর) থেকে রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে।

বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ আহসান বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত