জুমার পর খতিবকে গুলি
| আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৩
| প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৩
ইরানে জুমার পর মোহাম্মদ সাবাহি নামের এক খতিবকে গুলি করা হয়েছে।
শুক্রবার জুমার পর দেশটির উত্তরাঞ্চলের কাজেরউন শহরে এ ঘটনা ঘটে। ইরানের সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাজেরউনে জুমার নামাজের নেতাকে গুলি করা হয়েছে।
কাজারউনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ বলেন, শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদ সাবাহি গুলিবিদ্ধ হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন।
তিনি বলেন, গুলিতে সাবাহি নামের ওই খতিব গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত