ইসরায়েলের হামলায় ১০ আইআরজিসি সদস্য নিহত

| আপডেট :  ২৩ জুন ২০২৫, ০১:৩৯  | প্রকাশিত :  ২৩ জুন ২০২৫, ০১:৩৯

ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত ১০ সদস্য নিহত হয়েছে। রোববার (২২ জুন) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়। 

সংস্থাটি আরও জানায়, এ হামলায় আরও কিছু আইআরজিসি সদস্য আহত হয়েছেন, তবে তাদের সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। ইসরায়েল দাবি করেছে, ১৩ জুনের আকস্মিক হামলা শুরু হওয়ার পর থেকে ইরানের অন্তত দুই ডজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। 

অন্যদিকে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের যুদ্ধবিমান ও হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত