‘পঞ্চায়েত ৪’-এ চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক: মুখ খুললেন সানভিকা
ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয়তার শিখরে থাকা ‘পঞ্চায়েত’ সিরিজ এবার নতুন করে আলোচনার কেন্দ্রে। ফুলেরা গ্রামের সহজ-সরল প্রেমকথা অবশেষে এসে ঠেকেছে ঠোঁটের ছোঁয়ায়। চতুর্থ সিজ়নে রিঙ্কি ও অভিষেকের বহু প্রতীক্ষিত চুম্বন দৃশ্য দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত দর্শক, তেমনই পর্দার পেছনে রয়েছে অজানা এক অস্বস্তির গল্প। এদিকে রিঙ্কির ভূমিকায় অভিনয় করা সানভিকা এই রোমান্টিক দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য, জিতেন্দ্রের (জীতু) সঙ্গে চুমু দৃশ্যের অভিজ্ঞতা আদৌও নাকি আরামদায়ক ছিল না তার।
সিরিজটিতে দেখা যায়, সানভিকা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করলেও তিনি মনেপ্রাণে দৃঢ়চেতা। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। অন্যদিকে, জিতেন্দ্র পরিশ্রমী পরোপকারী। কিন্তু প্রেমের ব্যাপারে ভীরু। সচিব অভিষেককে সাহস জুগিয়েছেন রিঙ্কিই। অভিষেকের সঙ্গে তিনটে সিজন ধরে প্রেমপর্বের পর সাহসী হলেন রিঙ্কি। চতুর্থ সিজনে দুবার চেষ্টার পর শেষমেশ চুম্বনের দৃশ্যে পৌঁছানোর সময় এসেছে তাদের।
এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে সানভিকা জানান, নির্মাতারা চেয়েছিলেন এই সিজনে তার ও জিতেন্দ্রের চুমুর দৃশ্য থাক। প্রথমে অবশ্য এটা শুনেই নাকচ করে দেন সানভিকা। এমন একটা দৃশ্যে অভিনয় করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে দুদিন সময় নেন সানভিকা। যদিও নির্মাতারা কথা দেন, তারা দৃশ্যটা এমনভাবে শুট করবেন, যাতে কোনোভাবেই রুচিহীন না মনে হয়।
সানভিকা আরও বলেন, ‘‘আসলে দর্শকরা ‘পঞ্চায়েত’ পরিবার নিয়ে দেখেন। সেই কারণে ভাবনাচিন্তা করছিলাম। তাই প্রথমে ওই দৃশ্যটা সরিয়ে দেওয়া হয়। তার পরে চুম্বনের দৃশ্য আনা হয়; কিন্তু একটা অস্বস্তি ছিলই। যদিও সহঅভিনেতা হিসেবে জীতু সবটা সহজ করে দেওয়ার চেষ্টা করেছেন।”
২০২০ সালে প্রকাশ পাওয়া ‘পঞ্চায়েত’ সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) চারপাশে, যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ। ‘সিজন ৩’ শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে, যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল।
পঞ্চায়েতের চতুর্থ সিজনে সানভিকার পাশাপাশি অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ আরও অনেকে। পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র এবং প্রযোজনা করেছে টিভিএফ প্রোডাকশন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত