এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
| আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৩২
| প্রকাশিত : ০৩ জুলাই ২০২৫, ১২:৩২
বাংলামটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এ ঘটনা।
বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, রাত সাড়ে ১১টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বারবার এসব ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এনসিপির নেতারা। দ্রুত সময়ের মধ্যে ঘটনাগুলোর তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত