হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পারভেজ মল্লিকের বৈঠক
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে তেরোখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ চালাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে তেরখাদা ইউনিয়নের আটলিয়া গ্রাম ও সাচিদাহ ইউনিয়নের অর্জুনা বলবদনা গ্রামে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠকও করেছেন তিনি।
হিন্দু ধর্মাবলীদের সঙ্গে আলোচনা সভায় তিনি বলেন, দেশের সংখ্যালঘু বলতে কোনো সম্প্রদায় নেই। প্রত্যেকেই এই দেশের নাগরিক। তাদের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। হিন্দু ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের মতো তাদের পাশে রয়েছে। তেরখাদার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।
সভায় হিন্দু ধর্মাবলম্বীরা বলেন, আমরা হিন্দু-মুসলিম একসঙ্গে এ দেশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু বিগত দিনে রাজনৈতিক লোকেরা আমাদের ব্যবহার করেছে। আমাদের উপর আওয়ামী লীগের ট্যাগ লাগিয়েছে। তারা আরও বলেন, এবার দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মণ্ডপও মুসলমানরা পাহারা দিয়েছে। আগামীতেও সবাইকে একসঙ্গে মিলেমিশে বসবাসের আহ্বান জানান তারা।
পারভেজ মল্লিক বলেন, দেশের ক্রান্তিলগ্নে দুষ্কৃতকারীরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন, এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য-সম্প্রীতি, তা ইচ্ছা করলেই নষ্ট করতে পারবে না। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে কথাই বিশ্বাস করেন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তারেক রহমানের নির্দেশনা আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন যে, ‘প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় আসুন আমরা প্রেম-ভালোবাসা দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গড়ে তুলি। সামনের দিকে এগিয়ে যাই।’
এদিন তার নির্বাচনী এলাকার পথে-প্রান্তরে নেমে সাধারণ মানুষের খোঁজখবর নেন। পারভেজ মল্লিকের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সফলতা কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ।
আটলিয়া বাজারে স্থানীয় বিএনপির অফিসে এক আলোচনা সভায় পারভেজ মল্লিক বলেন, দেশনেতা তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতেই আজ আমি এখানে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা সভাপতি মো. বিল্লাল হোসেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, তেরোখাদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরদার জিয়াউর রহমান, তেরোখাদা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, তেরখাদা উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত