তলোয়ার হাতে কী করছেন সাদিয়া?

| আপডেট :  ১০ আগস্ট ২০২৫, ০৬:২২  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২৫, ০৬:২২

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এ বছরের ঈদে তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ও অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই সাদিয়া হাজির হলেন একদম ভিন্ন এক রূপে।

রোববার (১০ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এ সুন্দরী। ছবিগুলোতে দেখা যায়, কমলা রঙের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন সাদিয়া, যেন যুদ্ধের জন্য প্রস্তুত এক নারী যোদ্ধা। আরেকটি ছবিতে দেখা যায়, অন্য একজনের সঙ্গে তলোয়ার হাতে লড়ছেন ও আত্মরক্ষায় ব্যস্ত। প্রতিটি ফ্রেমেই তার চোখেমুখে ফুটে উঠেছে সাহসী অভিব্যক্তি।
শেয়ার করা ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘যে মেয়ে নিজের প্রাপ্যের জন্য লড়ে যায়’। দেখে বোঝাই যাচ্ছে, খুব শিগগিরই আসছে তার অভিনীত নতুন কোনো কাজ, যেখানে দেখা যাবে একদম নতুন ও শক্তিশালী চরিত্রে।

সাদিয়ার এই সাহসী লুক ও দারুণ আত্মবিশ্বাস ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা, পর্দায় কী চমক নিয়ে আসছেন তিনি । নাটক, ওয়েব সিরিজ, নাকি সিনেমা, যাই হোক না কেন, দর্শকরা নিশ্চিতভাবেই দেখতে পাবেন একদম ভিন্ন আঙ্গিকের সাদিয়া আয়মানকে, যিনি নিজের প্রাপ্যের জন্য লড়তে প্রস্তুত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত