দ্বিতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন

| আপডেট :  ১৩ আগস্ট ২০২৫, ০৭:৪৪  | প্রকাশিত :  ১৩ আগস্ট ২০২৫, ০৭:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আরও ১৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে তিনজন প্রার্থী ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অন্যান্য পদে বাকি ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

বুধবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার (১২ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র গ্রহণ করেছে সাতজন। যার মধ্যে ভিপি পদে ছিল দুজন। আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৩ জন যার মধ্যে ভিপি পদে তিনজন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। সেই সঙ্গে দুই দিনে হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হল থেকে মোট ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ পদের বিষয়ে ছাত্র সংগঠনগুলোর উত্থাপিত আপত্তি গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে এবং এক্ষেত্রে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। এ পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত