উৎসাহ-উদ্দীপনায় জন্মাষ্টমী উদযাপিত

| আপডেট :  ১৬ আগস্ট ২০২৫, ১০:১২  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২৫, ১০:১২

দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা, শ্রীশ্রী গীতাযজ্ঞ, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রীকৃষ্ণ পূজাসহ নানা আয়োজনে শনিবার (১৬ আগস্ট) উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব। রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপিত হয়। 

উৎসবের মূল অনুষঙ্গ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। যেটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যৌথ উদ্যোগ পলাশী মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার মোড় হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। গীতাযজ্ঞ পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন। এ ছাড়া রাতে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয় কৃষ্ণপূজা। 

এ দিকে শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী মহোৎসব উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে চারদিনব্যাপি নানা কর্মসূচি পালন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ। এর অংশ হিসেবে ইসকন স্বামীবাগ আশ্রমে গতকাল সকাল ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টায় কীর্তনমেলা, বিকেলে আলোচনা সভা, সন্ধ্যায় সন্ধ্যা-আরতি, এরপর শ্রীকৃষ্ণলীলামৃত পাঠ এবং রাতে শ্রীকৃষ্ণের মহাভিষেক অনুষ্ঠান হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রাসহ নানা কর্মসূচিতে জন্মাষ্টমী উদযাপন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত