মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

| আপডেট :  ২১ আগস্ট ২০২৫, ০৪:০৬  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২৫, ০৪:০৬

চীনের হয়ে ভয়ংকর গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরা পড়েছেন মার্কিন এক নৌসেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চীনা গোয়েন্দাদের সঙ্গে তার যোগাযোগ হতো। একপর্যায়ে তিনি চীনা গোয়েন্দাদের জালে ধরা দেন। এনক্রিপ্টেড একটি অ্যাপের মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস এসক্সের ছবি, ভিডিও ও প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য পাঠাতে শুরু করেন জিনচাও ওয়েই নামের ওই সেনা। এর বিনিময়ে তিনি চীনের কাছ থেকে ১২ হাজার ডলার বা প্রায় সাড়ে ১৪ লাখ টাকা নিয়েছেন।

স্পর্শকাতর সামরিক তথ্য পাচার করার ঘটনায় জিনচাওকে অভিযুক্ত করেছে আমেরিকার একটি আদালত। সরকারি কৌঁসুলিরা জানান, চীনা গোয়েন্দা এজেন্টরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জিনচাওয়ের সঙ্গে যোগাযোগ করে। তিনি ইউএসএস এসক্সে একজন নৌসেনা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, নিজের মাকে এসএমএস করেই ফেঁসে যান জিনচাও। তিনি লেখেন, অন্য চীনারা এখানে ট্যাক্সি চালাচ্ছে, আর তিনি সিক্রেট ফাঁস করছেন। এরপরই নড়েচড়ে বসে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। জিনচাওয়ের বিরুদ্ধে শুরু হয় সিরিজ তদন্ত, আর তাতেই বেরিয়ে আসে গা হিম করা তথ্য। তার বিরুদ্ধে পাওয়া যায় একে একে ৬টি অভিযোগ, যেগুলো ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে…

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত