কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

| আপডেট :  ২১ আগস্ট ২০২৫, ০৫:১১  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২৫, ০৫:১১

অভিনয়ে যেমন জনপ্রিয়, লেখালিখিতেও তেমনি মনের কথা খুঁজে পান সুনেহরা বিনতে কামাল। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি লিখলেন কয়েকটি মনের লাইন।

‘পারি না লিখতে কবিতা আমি, পারি না লিখতে গল্প। তার মানে তো এই না, আমার অনুভূতি অল্প।’

অভিনেত্রীর এই ছোট্ট স্বীকারোক্তি যেন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেল। আর সেখানেই এলো আরেকটি চমক। জনপ্রিয় অভিনেতা আরশ খান মন্তব্যে যোগ করলেন নিজের লেখা কাব্য ‘চলনে বলনে বিদেশি হলেও, জাতে তুমি পুরা দেশি। আবেগ, অনুভূতি দুইটাই তোমার তুলনামূলক বেশি।’

ভক্তরাও মুহূর্তেই এই কবিতার মতো কথোপকথনে মুগ্ধ। একজন লিখেছেন, ‘যত্ন নেওয়া মানে শুধু দেখা বা খাবার খাওয়ার খেয়াল রাখা নয়। আপনি কারও ইমোশন বুঝবেন, তার ব্যর্থতা এক্সেপ্ট করবেন, চেষ্টাগুলো উৎসাহ দিবেন, ভালো বা খারাপ সময়-এ তাকে সহায়তা করবেন—এটাই সত্যিকারের যত্ন। আমরা সবাই চাই এমন কাউকে আমাদের জীবনে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাহ ভাই বাহ, ভালো লাগলো!’ আরেকজন যোগ করেছেন, ‘অনুভূতি আছে সবার মাঝে। সবাই তো আর কবি নয়। হয়তো অনুভূতিগুলো হৃদয়ের এক কোণে সুপ্তাবস্তায় থাকে।’

সুনেহরা-আরশের এই মিষ্টি কথোপকথন, ভক্তদের আবেগপূর্ণ প্রতিক্রিয়া, একসাথে মিলিয়ে যেন একটি ছোট্ট প্রেমময় কবিতার মতো। অনুভূতি, যত্ন, ভালোবাসা—সব মিলেমিশে ভক্তদের মনকে আনন্দ দেয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত