২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

| আপডেট :  ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৯  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৫, ০৯:৫৯

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে লম্বা সময় বাকি থাকলেও ইতোমধ্যেই তা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে এই টুর্নামেন্টের আগামী আসর। কোন দেশে কতটি ম্যাচ হবে তা প্রকাশ করেছে আইসিসি। 

দীর্ঘ দেড় যুগ পর আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। তিন দেশ মিলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হলেও প্রধান আয়োজক দেশ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা। আর তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচও অনুষ্ঠিত হবে বাভুমাদের দেশে। 

জানা গেছে, ২০২৭ বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি ম্যাচই হবে দক্ষিণ আফ্রিকায়। আটটি ভেন্যুতে হবে সেই ম্যাচগুলো। ভেন্যুগুলো হলো- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল। বিশ্বকাপের বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে। 

২০০৯ সালের পর বড় কোনো বৈশ্বিক আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। তার আগে দেশটিতে ২০০৩ সালের ওয়ানডে ও ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত