জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

| আপডেট :  ২৩ আগস্ট ২০২৫, ১২:৩৮  | প্রকাশিত :  ২৩ আগস্ট ২০২৫, ১২:৩৮

ক্রিকেটে প্রতিনিয়ত জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগের। আইপিএল, পিএসএল, বিপিএলের মতো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০। অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া এই লিগের আগামী আসরে খেলতে নাম নিবন্ধন করেছে ১৩ ভারতীয় ক্রিকেটার। 

এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নিলামের জন্য নিবন্ধন করেছেন ৭৮৪ জন ক্রিকেটার। যেখানে ভারতের ১৩ ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তানের ৪০ ও ইংল্যান্ডের ১৫০-এর বেশি ক্রিকেটার রয়েছেন। 

আইপিএলের বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার নিয়ম নেই ভারতের ক্রিকেটারদের। কেবল মাত্র দেশটির ক্রিকেট থেকে অবসর নিলেই দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন তাদের ক্রিকেটারা।

সাউথ আফ্রিকার লিগে নাম দেয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম পিযুষ চাওলা, সিদ্ধার্থ কাউল এবং অঙ্কিত রাজপুত। তাদের বাইরে এসএ২০ লিগে নাম দিয়েছেন মাহেশ আহির (গুজরাট), সারুল কানওয়ার (পাঞ্জাব), অনুরিত সিং কাথুরিয়া (দিল্লি), নিখিল জাগা (রাজস্থান), মোহাম্মদ ফাইদ, কেএস নাভিন (তামিলনাড়ু), আনসারি মারুফ, ইমরান খান (উত্তরপ্রদেশ), ভেঙ্কেটেশ গালিপেলি এবং আতুল যাদব (উত্তর প্রদেশ)।

চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ২০ লিগের এবারের আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত