আতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৭


আতলেতিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

খেলা

স্পোর্টস ডেস্ক


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল ইন্টার মিলান।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) স্টেডিও জিউসেপ মেজাতে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজ। ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আর্নাতোভিচের গোলে জয় পেয়েছে ইন্টার।

ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মিলান। তবে প্রথমার্ধে অ্যাথলেটিকোর রক্ষণ দেয়ার ভাঙ্গতে পারেনি সিমোন ইনজাঘির শিষ্যরা।

ম্যাচের ১২তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনোর শট। প্রথমার্ধের শেষ দিকে জোড়া সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ পেয়েছিল ইন্টার। বদলি আর্নাতোভিচ ১৮ মিনিট ব্যবধানে একাই তিনটি সুযোগ মিস করেন। তবে তার পা থেকেই আসে কাঙ্ক্ষিত গোল।

ম্যাচের ৭৯তম মিনিটে গোলের দেখা পায় ইন্টার। অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্কো আর্নাতোভিচ করেন জয়সূচক গোলটি।

এদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত