সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্যতম প্রতিভাবান ক্রিকেটার

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৫, ১০:০১  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৫, ১০:০১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেন। কাশ্মীরের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে ধরা হতো তাকে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর শনিবার তার মৃত্যু হয়। ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, গত ২০ আগস্ট ‍স্কুটার চালাচ্ছিলেন তিনি। পাশে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। হুসেন যখন স্কুটার নিয়ে গাড়িটার পাশ অতিক্রম করছিলেন ঠিক তখনই গাড়ির ভেতরে থাকা ব্যক্তি দরজা খোলেন।  গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন হুসেন। 

স্থানীয় লোকজন গুরুতর আহত হুসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

চিকিৎসকরা জানান, হুসেনের মাথায় গুরুতর চোট লেগেছিল। রাস্তার সিসি ক্যামেরায় দুর্ঘটনাটির ভিডিও ধরা পড়েছে, যা  ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত