তিন সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৫, ০৭:১৯  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৫, ০৭:১৯

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক সম্রাট’ ইমরান খান শাওনকে (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় পিয়াজখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদরপুর থানা পুলিশ। 

গ্রেপ্তার শাওন ঢেউখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া খাতুন ও মৃত দুদুমিয়া খানের একমাত্র ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।

আটক শাওনের তিন সহযোগী হলেন- উপজেলার চর কুমারিয়া গ্রামের মো. মাসুদ হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৫), বাবুরচর কাচারী ডাঙ্গি গ্রামের মৃত ইসমাইল মাতুব্বরের ছেলে মনির হাওলাদার (৩৩) এবং কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মৃত আব্দুস ছত্তার শেখের ছেলে সোহেল রানা (৩৬)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ইমরান খান শাওন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত