বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৮  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ বছরের এক বৃদ্ধ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের হুমকি দিয়েছে তার ছেলে। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বৃদ্ধ বাবা মফিজুল ইসলাম চৌধুরী আদালতে মামলা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল মামলার শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, মফিজুল ইসলাম চৌধুরীর ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭) দীর্ঘদিন ধরেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। ২০১৭ সালে নির্যাতনের কারণে বাধ্য হয়ে বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার জমি ছেলের নামে রেজিস্ট্রি করতে হয়। পরে পাঁচ লাখ টাকা ধার নিয়েও তা ফেরত দেয়নি। সম্প্রতি আবার ঘরভিটা নিজের নামে রেজিস্ট্রি করতে চাপ দিয়েছে, না মানলে ২০ লাখ টাকা দাবি ও হুমকি দিয়েছে।

গত ৪ জুলাইয়ে অভিযুক্ত ছেলেটি তার বাবাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যাচেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে আসায় বৃদ্ধ প্রাণে বাঁচেন। তবে এখনো তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আইনজীবী জিয়া হাবিব আহসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স ও অসুস্থতার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মফিজুল ইসলাম চৌধুরী। পিবিআইয়ের তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। সমাজে কেউই নিজের সন্তান থেকে সুরক্ষা না পেয়ে এমন বিপদের মুখোমুখি হওয়া উচিত নয়।

ভুক্তভোগী বাবা মফিজুল ইসলাম কালবেলাকে বলেন, আমি শুধু চাই শান্তিতে বাঁচতে। আমার সন্তান যদি আমাকে রক্ষা না করে, তবে আমি কার কাছে যাব?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত