রাকসুর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ০১:১৭  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ০১:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পুনর্বিন্যস্ত তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টায় রাকসু কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, মনোয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১-৪ এবং ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮-৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষ ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত