অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

| আপডেট :  ২৭ আগস্ট ২০২৫, ০১:৪১  | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২৫, ০১:৪১

পর্দায় বহুমুখী প্রতিভার বিস্ফোরণ ঘটানো দক্ষিণী মহাতারকা কমল হাসান। এই তারকার নামের সঙ্গে জড়িয়েছে অগণিত রূপকথা, বিতর্ক, সাফল্যের গল্প। তবে এবার সামনে এলো এমন এক দাবি, যা শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপাড়া থেকে ভক্তমহল পর্যন্ত। তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই কন্যা শ্রুতি হাসান। একসময় নাকি বাংলার প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান।

সম্প্রতি মুক্তি পাওয়া নিজের ছবি ‘কুলি’র প্রচার অনুষ্ঠানে শ্রুতি অকপট স্বীকার করেন, শুধু ভাষাপ্রেম নয়, বাবার বাংলা শেখার নেপথ্যে ছিল প্রেমের গল্প। 

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাকে ইমপ্রেস করতেই বাংলা শিখে ফেলেন।‘

প্রসঙ্গত, কমল হাসানকে একসময় দেখা গিয়েছিল ‘কবিতা’ ছবির ‘শুনো শুনো গো সবে’ গানে। তবে শ্রুতির মতে, বাংলা শেখার নেপথ্যে কেবল ছবির চাহিদা নয়; বরং বাবার রোমান্টিক টানাপোড়েন। 

এমনকি, তার আরেক মন্তব্যে প্রকাশ পায়, ‘হে রাম’ ছবির রানী মুখার্জীর চরিত্রের নাম অপর্ণা রাখাও সেই অতীত প্রেমেরই স্মারক।

যদিও বয়সে অপর্ণা সেন বড় ৯ বছরের; কিন্তু সেটা কমল হাসানের প্রেমপ্রীতিতে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি বলে দাবি শ্রুতির।

এদিকে, নিজের ক্যারিয়ার গড়তে বাবার ছায়া কতটা ভারী হয়ে উঠেছিল, সেটাও স্বীকার করেছেন শ্রুতি হাসান। 
তিনি বলেন, সবসময় চাইতাম নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হতে, কেবল ‘কমল হাসানের মেয়ে’ পরিচয়ে নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত