স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। পরে রাতেই আবার গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।
পরে ফিরোজার সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মানসিক ও শারীরিকভাবে তিনি স্থিতিশীল আছেন।
এ সময় সেখানে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত