ভিন্ন রূপে হানিয়া

| আপডেট :  ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩২  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২৫, ০৯:৩২

গ্ল্যামার আর প্রতিভার মিশেলে  প্রতিনিয়ত যেন নতুন ইতিহাস গড়ছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ক্যারিয়ারের একের পর এক সাফল্যে যখন আলোকিত তিনি, ঠিক তখনই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে বয়ে এনেছেন পাকিস্তানের জন্য এক গৌরবের মুহূর্ত। আর সেই আলোয় ঘেরা আবহেই হানিয়ার সাম্প্রতিক কিছু লুক যেন ভক্তদেরকে ডুবিয়ে দিয়েছে মুগ্ধতায় আর সোশ্যাল মিডিয়ায় বইছে প্রশংসার ঝড়।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস-ভিন্ন লুকে ধরা দিলেন হানিয়া আমির। প্রকাশিত ছবি গুলোতে দেখা যায়, ঝলমলে গাঢ় মেরুন শেডের লং গাউন পরে তিনি হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন আর শরীরের সঙ্গে মানানসই ফিট কাট; যা তার সাজে এনেছে বাড়তি আভিজাত্য।

এদিন তার চুলের স্টাইলেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল। এছাড়াও উজ্জ্বল মেকআপ ও স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করেছেন এই তারকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত