বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিল জলদস্যুরা

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি আবুল কালাম নামে একটি মাছধরা ট্রলার ডুবিয়ে দিয়েছে জলদস্যুরা। পরে ২৪ ঘণ্টা পর অন্য ট্রলারের সহযোগিতায় সাগরে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করা হয়। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরইশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই উপজেলার জাহাজমারা এলাকার আমতলী গ্রামের বাসিন্দা।

এর আগে গতকাল রোববার বিকেলে হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে জলদস্যুরা এ হামলা করে।

উদ্ধার হওয়া জেলেরা জানায়, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে যায় এমভি আবুল কালাম নামে মাছ ধরার ট্রলারটি। হঠাৎ করে তাদের ধাওয়া করে জলদস্যুরা। নিজেদের সম্পদ রক্ষায় ছুটতে থাকে জেলেদের ট্রলারটি। অনেক সময় চলতে থাকে পালানোর চেষ্টা। একপর্যায়ে জলদস্যুরা পেছন থেকে দ্রুত গতিতে গিয়ে জেলেদের ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তে ট্রলারটি উল্টে গিয়ে অনেকাংশ সাগরে ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশবিশেষ ধরে ভাসতে থাকে।

ট্রলারের মালিক কালু মাঝি জানান, জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা সেটি ধরে ২৪ ঘণ্টা ভেসেছিল। আজ অন্য উপজেলার ২টি মাছধরা ট্রলার তাদের পাশ দিয়ে আসার পথে তাদের দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসে। 

তিনি আরও জানান, এই ট্রলারের মালিক তিনি নিজে। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে ফেলে চলে আসতে হয়েছে তাকে।

এ বিষয়ে হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিঝুমদ্বীপ থেকে ঘটনাস্থল অনেক দূরে হওয়ায় আমাদের কিছুই করার ছিল না। এ ছাড়াও আমাদের তেমন কোনো ভারী যানবাহন নেই। এজন্য আমরা চাইলেও গভীর সমুদ্রে গিয়ে কোনো অভিযান করতে পারি না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত