অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান

| আপডেট :  ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬  | প্রকাশিত :  ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জান-মাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরের দিনেই এ ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে। আমরা আশা করছি, সরকার অতিদ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদির সুচিকিৎসা নিশ্চিত করবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত