‘উন্নয়নের নামে দেশের জনগণকেই বোকা বানানো হয়েছে’

| আপডেট :  ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৬  | প্রকাশিত :  ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৬

দেশকে বিপদে ফেলে উন্নয়নের নামে দেশের জনগণকেই বোকা বানানো হয়েছে। সাময়িক লাভ দেখিয়ে দেশ থেকে লুট করে নেওয়া হয়েছে লক্ষ কোটি টাকা।

রোববার (৩ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি করা হয়।

ফ্যাসিবাদের দোসরদের উন্নয়ন নিয়ে রাত ৯টার দিকে করা স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধারা হলো :

উন্নয়নের যে জোয়ারে হাবুডুবু খেত ফ্যাসিবাদের দোসররা!

দেশকে বিপদে ফেলে উন্নয়নের নামে দেশের জনগণকেই বোকা বানানো হয়েছে, সাময়িক লাভ দেখিয়ে দেশ থেকে লুট করে নেওয়া হয়েছে লক্ষ কোটি টাকা।
(-এডমিন)

প্রসঙ্গত, অর্থ পাচার নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)’ ও ‘সম্ভাবনার বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরও বেশি। তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে।

তিনি জানান, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার প্রকৃত হিসাব কোথাও নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত