আখাউড়ায় ৩ যুবলীগ নেতা কারাগারে

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২২  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক আইনের মামলায় তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান ও মৃত নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে একই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং ধরখার ইউনিয়ন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মো. তামিম ভুঁইয়া।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে এলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করে মারধর করে কম্বল ছিনিয়ে নেয়। এ ঘটনায় তৎকালীন ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে গত ২০ অক্টোবর একটি মামলা করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত