‘এ সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে’

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩০  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩০

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকারের অধীনেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ এবং সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। সেজন্য সংস্কারের আগে কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন।

রোববার (১০ নভেম্বর) সকালে শহরের মহসিন অডিটোরিয়ামে নবগঠিত কমিটি গঠন উপলক্ষে ‘রাষ্ট্র সংস্কার সমাবেশ’ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা কমিটি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলার নবগঠিত ২১ সদস্যের কমিটিতে সভাপতি সাখাওয়াত হোসেন (মাস্টার), সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক অজিত বোনার্জি হিসেবে নির্বাচন হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইউপি সদস্য অনিল তন্তুবায়, ইউপি সদস্য প্রতীমা দাস, ইউপি সদস্য স্বাধীন চাষা, যুগ্ম-সাধারণ সম্পাদক; ইউপি সদস্য সন্তোষ কর্মকার, সাহেদ আহমেদ, শহীদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক; ইউপি সদস্য সঞ্জিত বুর্নাজী, নির্বাহী সদস্য; হীরা চাষা, দুলাল বুর্নাজী, সান্ত্বনা বাড়াইক, হৃদয় বুর্নাজী, সুব্রত রবিদাস, কৃপেশ তাতী, ধীরেন বুর্নাজী, সন্তোষ বাড়াইক প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক সাখাওয়াত হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, শহীদ আসাদ, নূর হোসেনের পথ ধরে আবু সাঈদ-মুগ্ধরা আমাদের সামনে আবারও সুযোগ করে দিয়েছে। কলোনিয়াল জুলুমের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মর্যাদা ও ইনসাফের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কীম, কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রবাসী নেতা তৌকির আহমেদ চৌধুরী প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত