দিনদুপুরে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ
ময়মনসিংহের নান্দাইলে নিরীহ কৃষক দুলাল আকন্দের ১৫ শতাংশ জমির পাকা ধান দিনদুপুরে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা।
অভিযোগ উঠেছে উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের রিটন আকন্দ, শামসুল আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ, জুনায়েদ আকন্দ ও মৃত গোলাম হোসেন আকন্দের ছেলে আব্দুল হাই আকন্দের বিরুদ্ধে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিরীহ কৃষক দুলাল আকন্দের জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ ও পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে একই গ্রামের রিটন আকন্দ, শামসুল আকন্দ ও আব্দুল হাই আকন্দ গংরা দেশীয় অস্ত্র এবং ইট-পাথর নিয়ে কৃষক দুলাল আকন্দের পাকা ধান ক্ষেত দখলে নিয়ে ক্ষেতের পুরো পাকা ধান কেটে নিয়ে যায়।
এ সময় কৃষক দুলাল আকন্দ ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ইট-পাথর ছুড়ে তাড়িয়ে দেয়। এমনকি রিটন আকন্দ গংরা ওই কৃষকের বাড়িঘরে ইট-পাথর ছুড়েছে বলে কৃষক পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
এ ঘটনায় দুলাল আকন্দের ছেলে পিয়াস আকন্দ বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দুলাল আকন্দ ও পিয়াস আকন্দ বলেন, জাহাঙ্গীর আকন্দ ও আলমগীর আকন্দের কাছ থেকে ১৫ শতাংশ জমি কিনে ২৬ বছর ধরে ভোগ দখল করছি। কিন্তু এত বছর পর শত্রুতাবশত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রিটন আকন্দ গংরা। একের পর এক জমি দখল এবং বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা চালানোসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
প্রতিপক্ষ শামছুল আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ জানান, এ জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের জমি থেকে তারা ধান কেটেছে, এটা তো দোষের কিছু না।
তবে জমি বিক্রয়কারী জাহাঙ্গীর আকন্দ বলেন, আমরা যতটুকু সম্পত্তিপ্রাপ্তির মালিক, ততটুকুই বিক্রি করেছি। এখানে বাধা দেওয়া সত্যি অনর্থক ও আইনত অন্যায়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার এসআই ছালেহ আহম্মদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত বিষয়, তা তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত