ময়মনসিংহে ট্রাফিক ব্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থী
‘ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত শহর গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। এবার নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার কাজে ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকালে নগরীর টাউন হল চত্বরে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, পুলিশ সুপার মো. আজিজুল ইসলামসহ সেনাবাহিনী, আনসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জনগণের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালক, যাত্রী এবং পথচারীদের সহায়তায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করতে ৬০ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ট্রাফিক সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে উৎসাহিত করে বক্তারা বলেন, ময়মনসিংহ নগরে যানযট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু যানবাহন চালক নয়, সাধারণ পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবেই যানজট এবং দুর্ঘটনার প্রবণতা কমবে।
বক্তারা বলেন, আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। চালকদের মানসিকতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তায় কেউ কাউকে সাইড দিতে চায় না। ফলে প্রতি মাসে অসংখ্য দুর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছে। এ থেকে আমাদের ফিরে আসতে হবে। এর আগে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহ ট্রাফিক বিভাগ। চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে লিফলেট বিতরণ করেন অতিথিরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত