বগুড়ায় ডা. জুবাইদার লেখা বই বিতরণ ও ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

| আপডেট :  ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯  | প্রকাশিত :  ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯

বগুড়ায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের লেখা বই ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’ বিতরণ এবং ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির আয়োজনে হৃদরোগীদের মাঝে এই পুস্তিকা বিতরণ করা হয়।  এ সময় ফ্রি হৃদরোগ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

মেডিকেল ক্যাম্পে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুসহ অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের সেবা দেন। চিকিৎসা সেবা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারাও।

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত হৃদরোগ প্রতিরোধে সঠিক তত্ত্বাবধানে সহায়তা পুস্তিকা বিতরণ করা হয়। এই পুস্তিকায় হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, ডা. শাহ্ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলী, ডা. ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত